সাবেক সমাজকল্যাণ মন্ত্রী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীর ৪র্থ মৃত্যুবার্ষিকী মৌলভীবাজারে পারিবারিক ও দলীয়ভাবে পালন করা হয়েছে।
শনিবার সকালে সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজার প্রাঙ্গণে সৈয়দ মহসিন আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মরহুমের পরিবারবর্গ, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
মরহুমের আত্মার শান্তি কামনায় কবর জিয়ারত ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী ফাউন্ডেশন, মৌলভীবাজার মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, তাঁতী লীগ, মহিলা লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, সদর আওয়ামী লীগ, সদর স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন ইউপি আওয়ামী লীগের নেতাকর্মীরা, সচেতন ছাত্রসমাজ মৌলভীবাজারসহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা করা হয়েছে।
পরিবারের উদ্যোগে দর্জির মহল বাস ভবনে কুরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম