শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের ভোলাই মুন্সীকান্দি ও শাকিম আলি মাদবরকান্দি গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে মন্টু বেপারি ও এমদাদের গ্রুপের মধ্যে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে জাজিরা থানা পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথম বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বেলায়েত হোসেন জানান, মন্টু বেপারি ও এমদাদের গ্রুপে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটছিল। এরই সূত্র ধরে সকালে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করা হয় দফায় দফায়। এ সংঘর্ষে ১০/১৩ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। পুলিশ ৫ জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ