লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উকিল চন্দ্র (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উকিল চন্দ্র উপজেলার ভাদাই ইউনিয়নের নিচপাড়া গ্রামের শ্রীকান্তের ছেলে।
পুলিশ জানান, উপজেলার ভাদাই নিচপাড়া এলাকার এনামুল হক তার বাড়ির মিটার থেকে কৃষক উকিল চন্দ্রের ধানক্ষেত দিয়ে পার্শ্ব সংযোগ দেন। শুক্রবার সন্ধ্যায় ওই ধানক্ষেতে সার প্রয়োগ করতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন উকিল চন্দ্র। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/শফিক