যান্ত্রিক ত্রুটির কারণে ৫ মাস বন্ধ থাকা দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি থেকে ফের উৎপাদন শুরু হয়েছে। কাজে যোগদান করেছেন জিটিসি’র অধীনে কর্মরত খনি শ্রমিকরা। ফের কর্মচাঞ্চল্যে মুখরিত হয়েছে মধ্যপাড়া পাথর খনি এলাকা। আজ শনিবার সকাল শিফট থেকে পাথর খনির বন্ধ সকল কার্যক্রম শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।
জানা যায়, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, উৎপাদন এবং রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসি খনির দায়িত্বভার গ্রহণ করে বিভিন্ন প্রতিবন্ধকতা পেরিয়ে পাথর খনির উৎপাদন ইতিহাসে রেকর্ড তৈরি করে এক মাইল ফলক সৃষ্টি করেছে। খনি থেকে লক্ষ্যমাত্রা অতিক্রম করে ধারাবাহিক মাসিক প্রায় ১ লক্ষ ২৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন শুরু করে খনিটিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সম্ভাবনার দ্বার খুলে দেয়। বিশ্বমানের এবং অত্যাধুনিক বিদেশী মেশিনারিজ আমদানির পর জিটিসি খনির নতুন স্টোভ নির্মাণ করে মাসিক ১ লক্ষ ২০ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে পুরো দমে কাজ শুরু করে। গত মার্চ মাস পর্যন্ত প্রতি মাসে পাথর উত্তোলন প্রায় ১ লক্ষ ৩০ হাজার মেট্রিক টনে নিয়ে যায়। কিন্তু গত ৩ এপ্রিল রাতে হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কারণে সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) মহাব্যবস্থাপক (ইউজিওএন্ডএম) আবু তালেব ফারাজী বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যপাড়া খনির পাথর উত্তোলন কাজে ব্যবহৃত উইন্ডিং মেশিনের গিয়ার বক্সের প্রিনিয়াম ভেঙে যাওয়ায় গত ৩ এপ্রিল রাত থেকে পাথর উত্তোলন বন্ধ ছিল। ত্রুটি সারিয়ে আজ পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক