সদ্য ঘোষিত মানিকগঞ্জের ৭টি উপজেলা এবং ২টি পৌরসভার বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপি’র একাংশ সংবাদ সম্মেলন করেছে। আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, আহবায়ক কমিটির আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশীদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান আতা, যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন স্বেচ্ছাচারী কায়দায় দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোক দিয়ে ৭টি উপজেলা এবং ২টি পৌরসভা কমিটি করেছে। এই কমিটিকে পকেট কমিটি উল্লেখ করে সেগুলো বাতিল করে ত্যাগী নেতাদের দিয়ে কমিটি গঠনের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ককমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান, আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও তোজাম্মেল হক তোজা, সদস্য আব্দুল বাতেন, নাসির উদ্দিন আহাম্মেদ যাদু, এসএম ইকবাল হোসেন, অ্যাডভোকেট মেজবাউল হক মেজবা, অ্যাডভোকেট আরিফ হোসেন লিটন, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, গোলাম রফি অপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক