মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর স্কুলছাত্র লক্ষ্মী নারায়ণ রাজভরের মরদেহ ধলাই নদ থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ইসলামপুর ইউনিয়নের ভাণ্ডারীগাঁও উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লক্ষ্মী নারায়ণ শমসের নগর চা বাগানের সিদগা রাজভরের ছেলে। সে ধলাই চা-বাগানে মামার বাসায় থেকে পড়ালেখা করত।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মী নারায়ণ কলমি লতার ডাল কাটতে ধলাই নদের পাড়ে যায়। এসময় হাতে থাকা দা নদের পানিতে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/শফিক