মানিকগঞ্জে নিখোঁজ স্কুল শিক্ষার্থী মো. আশরাফুল ইসলামকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মানিকগঞ্জ-বালিরটেক আঞ্চলিক সড়কে এই মানববন্ধন করেন তারা।
মানববন্ধন উপস্থিত ছিলেন নিখোঁজ শিক্ষার্থীর বাবা মোহাম্মদ আলী, মা ফাতেমা বেগম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মো. মজিদ উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মো. আক্কাস উদ্দিন প্রমুখ। উল্লেখ্য যে, গত ০৬ আগস্ট সদর উপজেলার কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আশরাফুল নিখোঁজ হন।
বিডি-প্রতিদিন/শফিক