রাঙামাটি জেলার ১০টি উপজেলায় জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়েছে। শনিবার জার্তীয় পার্টির রাঙামাটি পার্বত্য জেলা সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা স্বাক্ষরিত্ব এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাঙামাটি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেন, দলকে সঙ্গত করার জন্য এরই মধ্যে জাতীয় পার্টি রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও ২ পৌরসভার কমিটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত আগামী ৬ মাস এ আহ্বায়ক কমিটি কাজ করবে।
এ কমিটিতে রয়েছেন- বাঘাইছড়ি উপজেলা আহ্বায়ক মো: জাকির হোসেন, সদস্য সচিব প্রিয় কান্তি চাকমা, লংগদু উপজেলা আহ্বায়ক সার্জেন্ট আলাউদ্দিন, সদস্য সচিব আব্দুল হামিদ, বরকল উপজেলা আহ্বায়ক মুফিজুর রহমান, সদস্য সচিব মোফাজ্জেল হোসেন, জুরাছড়ি উপজেলা আহ্বায়ক রূপায়ন চাকমা, সদস্য সচিব মো: সোহাগ, বিলাইছড়ি উপজেলা আহ্বায়ক স্বর্ণ লাল দেওয়ান ও সদস্য সচিব অঞ্জন চাকমা, রাজস্থলী উপজেলায় আহ্বায়ক রেজাউল আলম (মাষ্টার) ও সদস্য সচিব উ,আই সিং মারমা, কাপ্তাই উপজেলা আহ্বায়ক আবুল বশর ও সদস্য সচিব মো: হারুনুর রশীদ, রাঙামটি সদর উপজেলা আহ্বায়ক বাবু সুলাল সেন ও সদস্য সচিব মহতী চাকমা। কাউখালী উপজেলা আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব মো: শরিফ। নানিয়ারচর উপজেলা আহ্বায়ক মোক্তার আহম্মদ, সদস্য সচিব মো: মিজানুর রহমান। রাঙামাটি পৌরসভায় ডা: শিব প্রসাদ মিশ্রকে আহ্বায়ক ও সুদীর্ঘ চাকমা সদস্য সচিব। বাঘাইছড়ী পৌর আহবায়ক হিসেবে ডা. কাশেম ও সদস্য সচিব হিসেবে মো. রবিউল হোসেনকে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটির প্রস্তাবিত নাম যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।
এসময় রাঙামাটি জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট পারভেজ তালুকদার ও সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, রাঙামাটি জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. শিব প্রসাদ মিশ্র, যুগ্ম আহ্বায়ক চন্দন বড়ুয়া, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ শেখ হৃদয়, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মহতী চাকমা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল