মাদারীপুরের রাজৈর এলাকায় দেড় বছরের শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি হৃদয় ভক্তকে (২২) গ্রেফতার করেছে র্যাব-৮। শুক্রবার দিবাগত রাতে রাজৈর থানার বাজিতপুর বিন্নাত ব্রহ্মচারী আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব।
আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহিনীর কমান্ডিং অফিসার আতিকা ইসলাম বলেন, গত ১০ সেপ্টেম্বর হৃদয় ভক্ত রাজৈর থানার চৌয়ারীবাড়ী গ্রামে তার এক আত্মীয় বাড়ি বেড়াতে যায়। সেখানে সে তার আত্মীয়র দেড় বছর বয়সের শিশু কন্যাকে ঘুরতে যাওয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর রাজৈর থানায় একটি মামলা করে ওই শিশুর পরিবার। মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারের জন্য র্যাবের সহায়তা চায় তার পরিবার।
বিডি-প্রতিদিন/শফিক