রংপুরের মিঠাপুকুরে টাকার প্রলোভন দেখিয়ে দুই ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে বকুল হোসেন নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ওই বৃদ্ধকে শুক্রবার রাতে গ্রেফতার করে শনিবার সকালে জেলহাজতে পাঠিয়েছে। বলাৎকারের শিকার শিশুদের পরিবার থানায় মামলা করেছেন। গ্রেফতার হওয়ার পর ওই ব্যক্তি বলাৎকারের কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।
জানা গেছে, উপজেলার দুর্গাপুর ইউপির হরিনারায়নপুর গ্রামের বাসিন্দা মো. বকুল হোসেন (৭০)। তিনি প্রতিবেশী নাতি সম্পর্কের দুই ছেলে শিশুকে টাকার প্রলোভন দেখিয়ে গত মঙ্গলবার রাতে ঘরে ডেকে নিয়ে বলাৎকার করেন। এ সময় চিৎকার দিলে শিশুদের পঞ্চাশ টাকা করে হাতে দিয়ে বকুল হোসেন বলেন, ‘এ ঘটনা কাউকে বললে মেরে ফেলব।’ পরে পরিবারের লোকজনকে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দেন।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার বকুল শিশুদের বলাৎকারের কথা স্বীকার করেছেন। ঘটনাটি আরো গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তার বিরুদ্ধে এরই মধ্যে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক