লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান প্রধান আর নেই।শনিবার ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে মোখলেছুর রহমান প্রধান ৬ নং সেক্টর কোম্পানী কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীনতার সম্মুখ যুদ্ধে বিশেষ অবদান রাখেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি সোনালী ব্যাংক লিমিটেডের সিইও অ্যান্ড এমডি মো. আতাউর রহমান প্রধানের বড় ভাই। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব