পার্বত্যাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ। তিনি বলেছেন, পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের জন্য সরকার আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন। যাতায়াতের অনুন্নত এলাকাগুলোতে এসব শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে। যাতে পাহাড়ের ছেলে-মেয়েরা সহজে শিক্ষার সুযোগ পায়।
পার্বত্যাঞ্চলকে গুরুত্ব দিয়ে সরকার এ অঞ্চলের উচ্চশিক্ষার দ্বার উন্মোচন করেছেন। এখন এ অঞ্চলের শিক্ষার মান ও হার আগে থেকে অনেক উন্নত হয়েছে। তাই সরকারের এ উদ্যোগকে কাজে লাগাতে শিক্ষক ও অভিভাবককে শিক্ষার ক্ষেত্রে আরও সচেতন হতে হবে।
শনিবার সকালে রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক-অভিভাবকগণের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক একএম মামুনুর রশিদ এসব কথা বলেন।
রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন চাকমার সভাপতিত্বে এতে রাঙামাটি জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা, নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষিকা রাজশ্রী চাকমা উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ আরও বলেন, সুষ্ঠু ও সমৃদ্ধ সমাজ ও দেশ গড়ে তুলতে এসব শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান করতে হবে। একই সাথে ছাত্র-ছাত্রীদের আদর্শ হিসেবে গড়ে তুলতে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং সে অনুপাতে কাজ করতে হবে। একজন শিক্ষকই পারেন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে জাতির উন্নয়নে নিযুক্ত করতে। তাই শিক্ষার্থীদের জ্ঞানের পুষ্টি শারীরিক ও মানসিক গঠন এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটিয়ে দেশের উন্নয়নের লক্ষ্যে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম