জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যিক, সাংস্কৃতিক অবদানকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দিনাজপুরে তিন দিনব্যাপী বর্ণাঢ্যভাবে জাতীয় নজরুল সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকালে শহরের একাডেমি স্কুল থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা, গানের অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জয়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নজরুল গবেষক ও যুগ্ম সচিব এএফএম হায়াতুল্লাহ, নজরুল সংগীত শিল্পী ও গবেষক ডা. শহীদুল ইসলাম খান জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মিন আরা পারভীন প্রমুখ। মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ‘নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ১৪-১৬ সেপ্টেম্বর দিনাজপুরে জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।
উল্লেখ্য, কবি নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনে নজরুল সংগীতের প্রশিক্ষণ, নজরুলের জীবনভিত্তিক তথ্যচিত্র প্রর্দশনী, আলোচনা সভা, বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম