ঢাকা-চট্রগ্রাম রেলপথে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করার অভিযোগে তিন যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় শনিবার দুপুরে আখাউড়া রেলওয়ে পুলিশ আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেল হাজতে পাঠিয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার গ্রামের খোকন মিয়ার ছেলে লাদেন (১৯), আখাউড়া পৌর এলাকার রাধানগরের আনোয়ার হোসেনের ছেলে হৃদয় (১৮) ও মৃত জসিম মিয়ার ছেলে আকিত (২০)।
এর আগে শুক্রবার সন্ধ্যায় ঢাকাগামী আন্তঃনগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশনে প্রবেশকালে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ওই তিন জনকে আটক করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্যামল কান্তি দাস সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন