১৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:৪৮

বোয়ালমারীতে মাদক-ইভটিজিং-অপরাধ বিষয়ক মতবিনিময়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারীতে মাদক-ইভটিজিং-অপরাধ বিষয়ক মতবিনিময়

ফরিদপুরের জেলার বোয়ালমারী থানা পুলিশ কর্তৃক মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, জঙ্গীবাদ ও কিশোর অপরাধ বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বোয়ালমারী উপজেলা অডিটরিয়ামে অপেন হাউজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান। তিনি বলেন আইন শৃঙ্খলা রক্ষা, মাদক মুক্ত বোয়ালমারী গড়তে জনগণের সার্বিক সাহায্য সহযোগিতা চাই। 

সভায় বক্তব্য রাখেন বোয়ালমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এম. মোশাররফ হোসেন মুশা মিয়া, পৌরসভার মেয়র মোজাফ্ফার হোসেন মিয়া বাবলু, মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালমারীর উপজেলার সকল ইউপি চেয়ারমান, সাংবাদিক, শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর