সারাদেশের মতো বরিশালেও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শুক্রবার সকাল ৮টা ৫২ মিনিটে নগরীর কলেজ রোড রাম কৃষ্ণ মিশনে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভের মধ্য দিয়ে শুরু হয় ৫দিনব্যাপী দুর্গা পূজার আনুষ্ঠানিকতা।
সায়ং কালে (সন্ধ্যায়) শ্রী শ্রী দুর্গাদেবীর আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে জেলা ও মহানগরীর ৬১৩ মন্ডপে আয়োজন করা হয়েছে ষষ্ঠীবিহীত পূঁজা।
৫ দিনব্যাপী দুর্গোৎসব উপলক্ষে মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলছে ধর্মীয় গান। পূজা উপলক্ষে ভক্তরা মন্দিরে মন্দিরে প্রার্থনা করছেন। তারা সবাইকে পূজার শুভেচ্ছা জানিয়েছেন।
শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে জেলা ও নগরীর মন্দিরগুলো সাজানো হয়েছে নবরূপে। উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বছর বরিশাল নগরীতে পূজা মন্ডপের সংখ্যা ৪১টি এবং মেট্রোপলিটন এলাকায় পূজা মন্ডপের সংখ্যা ৭৩টি। বরিশাল জেলায় এবার ৬১৩টি এবং বিভাগে ১ হাজার ৬শ’ ১৩টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব।
বিডি প্রতিদিন/কালাম