দেবী দুর্গার বোধন শেষে আজ শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারা দেশের মতো টাঙ্গাইলেও শুরু হয়েছে সনাতন ধর্মাবল্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শারদীয় দুর্গাপূজার প্রথম দিন শুক্রবার ষষ্ঠী তিথিতে সকাল নয়টা ৫৭ মিনিট ৪৫ সেকেন্ডের মধ্যে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও বিহিত পূজা অনুষ্ঠিত হয়। সায়ংকালে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠিত হবে।
চলতি বছর জেলার ১২টি উপজেলায় ১২ শতাধিক মন্ডপে দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। দুর্গাপুজাকে কেন্দ্র করে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়ে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা। পূজা মন্ডপগুলোতে সরকারের পক্ষ হতে দেওয়া হয়েছে অনুদান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবল্বীদের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
আগামী আট অক্টোবর দশমী পূজা ও প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।
বিডি প্রতিদিন/হিমেল