নিরাপদ সড়কের দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের কটিয়াদী উপজেলার মধ্যপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা কটিয়াদী থেকে পুলেরঘাট বাজার পর্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকা ঘোষণা এবং দুর্ঘটনা প্রতিরোধে জেলা প্রাশসনসহ সড়ক ও জনপথ বিভাগের প্রতি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় আওয়ামী যুব মহিলা লীগের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক তানিয়া সুলতানা হ্যাপি, আচমিতা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু, কটিয়াদী বিআরডিবি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শামসুল আলম, আশ্রয় সামাজিক সংগঠনের সদস্য রাজীব সরকার পলাশ, সরকারি কর্মচারী কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, পলাশ, স্বপ্ন সামাজিক সংগঠনের পরিচালক সাইদুর রহমান সবুজ, কামাল উদ্দিন মাস্টার, কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক বদরুল আলম নাঈম, সাংস্কৃতিক কর্মী সাঈদ উজ্জ্বল, ফয়সাল আকন্দ ও স্থানীয় বিভিন্ন সামাজিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে চলমান দুর্ঘটনা বন্ধ এবং নিরাপদ সড়কের দাবিতে সামাজিক সংগঠন আশ্রয়, স্বপ্ন, মধ্যপাড়া মায়া রক্তদান সমিতি , মধ্যপাড়া এতিম ও প্রতিবন্ধী কল্যাণ এই মানববন্ধনের আয়োজন করে।
বিডি প্রতিদিন/হিমেল