মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক রিজু মাদবর (৩৫) শুক্রবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রিজু সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের আলামিয়া মাদবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃষক রিজু মাদবর নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। এলাকার একটি বাড়ির পাশ দিয়ে আসার পথে একটি বিদ্যুতের তার ঝুলে থাকতে দেখে। রিজু বিদ্যুতের তারটি হাত দিয়ে সরিয়ে আসার চেষ্টা করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে শিবচর পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিজুর ভাই সিদ্দিক মাদবর জানান, পানিতে পরে থাকা তার সরাতে গিয়ে আমার ভাই মারা গেছে। আমার ভাই তার পরিবারে একমাত্র উপার্জন করা মানুষ ছিল। তাদের পরিবারের কি অবস্থা হবে এখন একমাত্র আল্লাহ জানেন।
শিবচর থানার পরিদর্শক মো: আমির হোসেন সেরনিয়াবাত ঘটনার সততা স্বীকার করে বলেন, ঘটনাটি শোনার পরে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ