চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পানি কমেছে ৬ সে.মি. এবং মহানন্দা নদীর পানি কমেছে ২ সে.মি। তবে পানি কমার সাথে সাথে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী শিরোটোলা মসজিদ পাড়া থেকে দেবীনগর গ্রাম পর্যন্ত প্রায় ৩কিলোমিটার এলাকা জুড়ে মহানন্দা নদীর ভাঙন শুরু হয়েছে।
এদিকে পানি কমতে শুরু করায় পদ্মা নদী তীরবর্তী এলাকায়ও ভাঙন শুরু হওয়ার আতংকে রয়েছেন নদী তীরবর্তী এলাকায় বসবাসরত লাখো মানুষ। গোমস্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জামাল উদ্দিন মন্ডল জানান, পানি কমতে শুরু করায় তার ইউনিয়নে মহান্দা নদীর তীব্র ভাঙন শুরু হয়েছে। হুমকির মুখে রয়েছে ২টি জুমা মসজিদসহ ১০টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় ৮ হাজার বাড়ি। ফলে আতংকের মধ্যে রয়েছেন এলাকার ২০ হাজার মানুষ।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আতিকুর রহমান নদী ভাঙন প্রসঙ্গে জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করায় কয়েকদিনের মধ্যেই প্লাবিত এলাকার পরিবেশ স্বাভাবিক হয়ে আসবে। তবে গোমস্তাপুর ইউনিয়নে ভাঙন কবলিত এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ প্রস্তুত করা হচ্ছে। দু’একদিনের মধ্যে সেগুলো নদীতে ফেলা হবে।
এদিকে জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফৌজদার জানান, সদর উপজেলায় ৫ হাজার ৫৬২টি পরিবারের ২৪ হাজার ৬২৩ জন, শিবগঞ্জ উপজেলায় ৮ হাজার পরিবারের ৩২ হাজার ৪০০ জন এবং গোমস্তাপুর উপজেলার ২৩৮টি পরিবারের ৯৮০ জন মানুষ পানিবন্দী রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল