ময়মনসিংহের হালুয়াঘাটে নিখোঁজের দু’দিন পর এমদাদুল হক (৪৫) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার স্বদেশী ইউনিয়নের রামখালি নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এমদাদুল হক উপজেলার খরমা গ্রামের মৃত কালা খানের পুত্র।
পুলিশ ও স্বজনরা জানায়, গত ২ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলার বোয়ালজানা এলাকায় শ্যালিকার বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় এমদাদুল। মাঝ রাস্তায় নদী পাড়ি দিতে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর নদীর পাড়ে জুতা দেখতে পেয়ে উদ্ধারের চেষ্টা চালায়। উদ্ধার চেষ্টায় ব্যর্থ হয়ে বাড়ি ফিরে যান স্বজনরা। পরে আজ সকালে মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা।
ঘটনার সত্যতা স্বীকার করে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক