কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড শাহ আলম বলেছেন, দেশের ক্ষুদ্র আমানতকারীরা ভবিষ্যৎ সুখের আশায় ব্যাংকে টাকা আমানত করে। আর ক্ষমতাসীন প্রভাবশালীরা এ টাকা লুটপাট করে বিদেশে পাচার করে দিচ্ছে। এই লুটপাট শুধু বর্তমান সরকারের সময়েই নয়, অতীতে বিএনপির সময়েও লুটপাট হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের ইসলামিয়া সুপার মার্কেট চত্বরে জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
কমরেড শাহ আলম বলেন, ক্ষমতাসীন দলের নেতারা ক্যাসিনোর টাকা শুধু বিদেশেই পাচার করেনি, ঘরে সিন্দুকেও ভরে রেখেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সে টাকা উদ্ধার হচ্ছে। এই মাফিয়াচক্র বিদেশে সেকেন্ড হোম করেছে।
তিনি বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে লুটপাট বন্ধ হবে না। এ জন্যে পুরো ব্যবস্থাকে বদলাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ চালাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হলেই শোষণমুক্তি সম্ভব।
ভিশন মুক্তিযুদ্ধ বাস্তবায়নের লক্ষ্যে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একমাত্র কমিউনিস্টরাই একটি শোষণহীন সমাজ উপহার দিতে পারে। তিনি কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার জন্য মেহনতি মানুষের প্রতি আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন ডা. এনামুল হক ইদ্রিস, অ্যাডভোকেট এনামুল হক, সিরাজুল ইসলাম সাত্তার, আব্দুর রহমান রুমী প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন