কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভূক্ত করা হয়।
মামলার বাদী কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ের ওপর যে এই বর্বরতা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা রকিবুল ইসলাম খান বলেন, ‘ভুক্তভোগীর বাবা একজনকে আসামি করে মামলা করেছেন। টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীর নুরুল হুদার ছেলে মোহাম্মদ শাহজাহানকে (৩২) আসামি করা হয়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কক্সবাজার সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, মঙ্গলবার (১ অক্টোবর) ওই কিশোরী হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় ভিক্ষা করতে গেলে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। তার পরিবারের অভিযোগ, এই ঘটনায় স্থানীয় লোক জড়িত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল