‘স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছে ‘জাগ্রত তেঁতুলিয়া’ নামে একটি সংগঠন। পঞ্চগড়বাসী নামে একটি সংগঠনের সহযোগিতায় আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আগামীকাল শনিবার একই সময়ে একই স্থানে এ কার্যক্রম চলবে বলে জানা গেছে। এরপর পর্যায়ক্রমে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে উপজেলার অন্য ছয়টি ইউনিয়নের ভোটারদের।
জানা যায়, উপজেলার সাতটি ইউনিয়নে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার ১৬ দিনের কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার। এ উপজেলায় মোট ভোটার ৮৮ হাজার ৭৪৭ জন। নতুন ও পুরাতন ভোটারদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) রক্তের গ্রুপ সংযুক্ত করা বাধ্যতামূলক থাকলেও হাজার হাজার ভোটার তাদের রক্তের গ্রুপ জানেন না। এ সমস্যারই সমাধানে এগিয়ে এসেছে ‘জাগ্রত তেঁতুলিয়া’।
পঞ্চগড়বাসী সংগঠনের সহায়তায় তরুণরা সম্পূর্ণ নিজেদের খরচে মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করে থাকেন। এর সঙ্গে যুক্ত ছিলেন আতিকুজ্জামান শাকিল, মোহাম্মদ রনি মিয়াজী, আতাউর মানিক, মোবারক হোসেন, রবিউল ইসলাম রতন ও রাব্বী ইমন প্রমুখ।
জাগ্রত তেঁতুলিয়া’র কর্মী স্কুলশিক্ষক ফেরদৌস আলম লিটন বলেন, এটা সামাজিক সংগঠন যার মূল উদ্দ্যেশই হলো ভালো কাজ করা। সে ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ নিজেদের উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করেছি।
বিডি-প্রতিদিন/শফিক