কক্সবাজারের টেকনাফে দুই মাদক সেবনকারীকে ২ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে খালেকুজ্জামান (২৪) ও পানছড়িপাড়া এলাকার আলী আকবরের ছেলে সেলিম প্রকাশ ছলিম (২৪)। আজ শুক্রবার বিকালে সাবরাং বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, সাবরাং বাজার এলাকায় বখাটেদের মাদক সেবনের গোপন সংবাদ পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান ও থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল পুলিশের একটি ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় খালেকুজ্জামান (২৪) ও সেলিম প্রকাশ ছলিম (২৪) কে আটক করা হয়।
আটক দুইজন ইয়াবা সেবন করার কথা স্বীকার করলে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উভয়কে ২ বছর করে সাজা প্রদান করেন। এসময় সাবরাং ইউপির ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহিনা আকতার উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক