কুষ্টিয়ার কুমারখালীতে যাত্রীবাহী বাস চাপায় সিকাই মন্ডল (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের ময়ান মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিকাই মন্ডল কুমারখালী উপজেলার চর মহেন্দ্রপুর গ্রামের মৃত সুরত মন্ডলের ছেলে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস ময়ান মোড় নামক স্থানে পৌঁছে। এসময় সামনে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয় বাস। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী সিকাই মন্ডল নিহত হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন