নেত্রকোনার নিয়মিত একক শিল্পীর গানের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব 'মাসিক সংগীত আসর' অনুষ্ঠিত হয়েছে।
জেলা উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত প্রতি মাসের প্রথম শুক্রবারে অনুষ্ঠিত আসরে আজকের নির্ধারিত শিল্পী ছিলেন ওস্তাদ রতন সরকার। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী।
উদীচীর হলরুমে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হয় গানের আসর। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীর জীবনী পাঠ করেন উদীচীর সংগীত বিভাগের সম্পাদক তমা রায়।
পরে উদীচীর সহ সভাপতি মাসুদুর রহমান খান ভুট্টুর সঞ্চালনায় একে একে শ্রোতাদের অনুরোধে ক্লাসিক্যাল ১৭ টি গান পরিবেশন করেন একক শিল্পী রতন সরকার। এসময় তবলে সহযোগিতা করেন মানস দত্ত লিটন ও বিজন সরকার। বাঁশিতে ছিলেন মোখলেছুর রহমান খান। রাত ১০ টা পর্যন্ত চলে মাসিক সংগীত আসর।
একটি অসাম্প্রদায়িক সমাজ গঠনে সাংস্কৃতিক চেতনা বিকাশে ভূমিকা রাখতে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজকরা।
বিডি প্রতিদিন/হিমেল