ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে জলদস্যু জাকির বাহিনীর প্রধান জাকিরকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। আজ রাতে ভোলার পশ্চিম ইলিশার গুপ্তমুন্সি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, জলদস্যু জাকির বাহিনীর সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলেও জাকিরকে আটক করেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে দু'টি দেশিয় পিস্তল ও দু'টি কার্তুজ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল