পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকায় বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। পালিয়ে যাবার সময় বাসটি খাদে পড়ে গেলে আহত হন সাত জন। আহতদের মধ্যে একজনকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভজনপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে সাতমেড়া গ্রামের পাথর ব্যবসায়ী রবিউল ইসলামের মেয়ে রিসা আক্তার (৬) ক্লাস শেষে ভজপুর নুরানী ইসলামী কিন্টারগার্ডেন থেকে বাবার মোটর সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল। এসময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি বাস তাদেরকে পেছন থেকে ধাক্কা দেয়। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এসময় বাসটি একটি গ্রামীণ রাস্তা দিয়ে দ্রুতবেগে পালিয়ে যাবার চেষ্টা করলে দেবনগর এলাকায় গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হন সাতজন বাস যাত্রী। স্থানীয়দের উদ্যোগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করে।
তেঁতুলিয়া থানার অফিসার ইনচার্জ সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবরটি নিশ্চিত করেছেন। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল