৫ অক্টোবর, ২০১৯ ১৪:৫৯

বরিশালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বরিশালে র‌্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টায় শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশনের উদ্যোগে বরিশাল প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের নেতৃত্বে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন আঞ্চলিক শাখার আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল। 

বক্তৃতা করেন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) গ্রুপের আঞ্চলিক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক গৌরাঙ্গা চন্দ্র কুন্ডু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আ ক ম মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন বরিশাল জেলার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যান্যরা। 

বক্তারা শিক্ষার মনোয়ন্নয়নে শিক্ষা জাতীয়করণের এক দফা দাবি জানান।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর