ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। শনিবার রাত ৭ টার দিকে তিনি বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি মন্ডপে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আজাদ খান, সাধারণ সম্পাদক মো. কাউছার হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।
আজাদ খান জানান, চরভদ্রাসন বাজার ও চর হাজিগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপে ৫ হাজার করে দশ হাজার ও বাকী ১৬ টি মন্ডপে ২ হাজার টাকা করে ৩২ হাজার, মোট ৪২ হাজার টাকা অনুদান প্রদান করেন। এ সময় তিনি ভেদাভেদ ভুলে সকলকে একসাথে পূজার আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল