মাগুরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর তিনি মাগুরার শ্রীপুর উপজেলা সাচিলাপুর নিজ গ্রাম থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। শনিবার রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে গতকাল শনিবার সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যে একই পরিবারের চার জনসহ ডেঙ্গু জ্বরে আক্রান্ত পাঁচ জন রোগী মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছেন।
শ্রীপুরের সাচিলাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নিহত গৃহবধূ মাছুমা বেগম (৪০) এর পরিবার জানায়, জ্বরে আক্রান্ত হলে গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় মাছুমা বেগমকে শ্রীপুরের দারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। পর দিন রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু ধরা পড়ে। ২৯ সেপ্টেম্বর তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেলে ও পরে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। দুই সন্তানের জননী মাছুমা বেগম শ্রীপুর উপজেলা সাচিলাপুর গ্রামের বাসিন্দা মালোশিয়া প্রবাসী উকিল বিশ্বাসের স্ত্রী।
এদিকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে মাত্র এক ঘণ্টায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একই পরিবারের চার জনসহ পাঁচ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই পরিবারের অক্রান্ত চার জনের বাড়ি মাগুরা শহরতলীর পারনান্দুয়ালী গ্রামে। বর্তমানে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০ জন।
বিডি প্রতিদিন/ফারজানা