কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে যাত্রী পারাপারের সময় খেয়া নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে উপজেলার বুড়িরহাট স্পারের কাছে এই নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে অন্তত ৮ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজদের উদ্ধারের চলছে অভিযান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িরহাট স্পারের কাছে খেয়া ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে একটি নৌকা তিস্তা নদী পাড়ি দেওয়ার সময় ডুবে যায়। এতে ২০ জন সাতরিয়ে তীরে উঠতে পারলেও এখনো ৮/১০ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
বিডি প্রতিদিন/হিমেল