মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুন্দর জাতি ও উন্নত রাষ্ট্র গঠনের জন্য মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সরকার ডোপ টেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক বিরোধী সমাবেশ ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সমাজ থেকে মাদককে উৎখাত করতে হবে। শুধুমাত্র মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইন শৃঙ্খলা বাহিনীর একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আক্তারুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ড. তরুন কান্তি শিকদার। বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবুল হোসেন, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান।
বিডি প্রতিদিন/হিমেল