শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্ঠমীতে রবিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রঘুনাথপুর আনন্দময়ী কালিবাড়িতে সাড়ম্বরে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এবার ছিল ২২তম আয়োজন।
কুমারী দেবী দুর্গার প্রতীকে এগারো বছরের কন্যা শিশুকে বসানো হয় দেবীর আসনে। কুমারী মেয়েকে শুদ্ধাত্মা ও পবিত্রতার প্রতীক হিসেবে মাতৃজ্ঞানে পূজা করা হয়। প্রার্থনা করা হয় শুদ্ধাত্মাা কুমারী রূপে ভগবতী মা দুর্গার।
কুমারী পূজায় অংশ নিতে সকাল থেকে সর্বস্তরের সব বয়সী হাজার হাজার ভক্তরা পূজামণ্ডপে সমবেত হন। ভিড়ের চাপ এত ছিল যে, কালীবাড়িতে প্রবেশ করতে না পেরে অনেকে রাস্তায় দাঁড়িয়েই পূজার মন্ত্র শুনেন এবং দেবীর উদ্দেশ্যে প্রণাম করেন।
এবার দেবীর আসনে বসেছিল বিচিতা চক্রবর্তী। তবে পূজার সময় তার নাম রাখা হয় রুদ্রানী।
বিডি প্রতিদিন/কালাম