যশোরের বেনাপোলে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সংগ্রাম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ভবারবেড় গ্রাম থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক সংগ্রাম বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের মনিরের ছেলে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার মেয়েটি বেনাপোলের একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শনিবার বিকেলে সংগ্রাম তাকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি ওই স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন সংগ্রামসহ তার পরিবারের তিনজনকে আসামি করে শনিবারে রাতে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। রবিবার সকালে পুলিশ সংগ্রামকে তার বাড়ি থেকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান বলেন, স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে সংগ্রামসহ তিনজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন (মামলা নং-৮। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত সংগ্রামকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব