মাগুরা মহম্মদপুর উপজেলার ঝামাবাজার এলাকায় বজ্রপাতে বিপ্লব বিশ্বাস (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত বিপ্লব বিশ্বাস উপজেলার মন্ডলগাতী গ্রামের মৃত খসরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, ঝামা বাজারে বিপ্লব বিশ্বাস অন্য শ্রমিকদের সাথে একটি ভবনের ছাদ নির্মাণের কাজ করছিলেন। এসময় বিপ্লব ও হুমায়ন নামে দুই শ্রমিক বজ্রপাতের শিকার হয়। কর্মরত শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েএলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হুমায়নকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক