ফারাক্কার সবকটি গেট খুলে দেয়ায় চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পূনর্ভবা নদীর পানি বৃদ্ধির ফলে সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। পানিতে তলিয়ে যায় ৯ হাজার হেক্টর জমির মাসকলায়, শাক-সব্জি, হলুদ, কলাসহ বিভিন্ন ক্ষেতের ফসল। এতে ২০ হাজার কৃষকের ৩৩ কোটি টাকার ফসল ক্ষতিগস্থ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। এদিকে, গত ৩দিন ধরে পদ্মা ও মহানন্দা নদীর পানি কমতে শুরু করেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় পদ্মা নদীর পানি ১০ সে.মি এবং মহানন্দা নদীর পানি ৬ সে.মি কমেছে। তবে পানি কমে যাওয়ার সাথে সাথে গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ীসহ বিভিন্ন এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ