পার্বত্যাঞ্চলের উন্নয়নের জন্য সরকারের ব্যাপক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদা।
তিনি বলেন, সরকারের আন্তরিকতায় পার্বত্যাঞ্চল এখন আর পিছিয়ে নেই। সরকারের উন্নয়নের ধারা পাাহাড়ের আনাচে কানাচে পৌছে গেছে। এখন পাহাড়ের সুবিধা বঞ্চিত মানুষগুলো সরকারের এ উন্নয়নের সুফলন ভোগ করছে। এ অঞ্চলে ঘরে ঘরে শিক্ষিত জাতি তৈরি হচ্ছে। একদিন এ শিক্ষিত জাতি পাহাড়ে সম্প্রীতির বার্তা নিয়ে আসবে। কিন্তু একটি কুচক্রী মহল চায়না পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা হোক। তাই তারা প্রতিনিয়তো জাতিগত সংহিসতা সৃষ্টি করে অশান্ত করে তুলে পাহাড়। এসব স্বার্থলোভি মানুষকে প্রতিহত করতে জাতিতে জাতিতে ঐক্য গড়ে তুলার আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে লংগদু উপজেলার মাইনীমুখের ঢাকাইয়াটিলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ত্রাণ সামগ্রী বিতরণ ও দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের সংসদ সদস্য দীপংকর তালুকদার এসব কথা বলেন।
এসময় তার সফর সঙ্গী ছিলেন, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙমাটি জেলা পরিষদ সদস্য ত্রিদিব কান্তি দাশ, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুল বারেক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর প্রমুখ।
রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার আরও বলেছেন, সন্ত্রাসকে ভয় করা যাবে না। তাদের প্রতিহত করার শক্তি অর্জন করতে হবে। এখন যারা অবৈধ অস্ত্রের ক্ষমতায় পাহাড়ের মানুষকে জিম্মি করে রেখেছে। সে মানুষগুলো একদিন সন্ত্রাসীদের প্রতিবাদের মাধ্যমে পরাজিত করবে।
তিনি বলেন, পাহাড়ে যদি অবৈধ অস্ত্র না থাকতো তাহলে, এ অঞ্চল অনেক আগেই উন্নয়নের শীর্ষস্থান দখল করতো। সন্ত্রাসীদের চাঁদাবাজীর কারণে পাহাড়ের মানুষ উন্নত হতে পারছে না। এসময় পার্বত্যাঞ্চল থেকে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাস দমন করতে সকলকে ঐক্যব্দ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
পরে সংসদ সদস্য দীপংকর তালুকদার সম্প্রতি রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার মাইনীমুখ বাজার ঢাকাইয়াটিলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬২ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ ঘুরে দেখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন