দিনাজপুরের বিরামপুরে মাদক বিক্রির অভিযোগে আপন দুইবোন শামসুন্নাহার পাতানী ও শাহনাজ পারভীন পুনিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দিবাগত গভীর রাতে বিরামপুর উপজেলার চকপাড়া মহল্লা হতে তাদের আটক করা হয়। পরে আটক দুইবোনকে আজ রবিবার সকালে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে পাতানীকে ৩ মাস ও পুনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত দুইবোন হলেন বিরামপুর উপজেলার চকপাড়া মহল্লার মৃত শামসুল হকের দুই মেয়ে। বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, বিরামপুর পৌর এলাকার চকপাড়া মহল্লায় মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে ওই এলাকার শামসুন্নাহার পাতানী ও শাহনাজ পারভীন পুনিকে দুই পুরিয়া গাঁজা ও ৪টি ইয়াবাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাতানীকে ৩ মাস ও পুনিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
বিডি-প্রতিদিন/শফিক