পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গোলাব্দিগজ গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে রাসমিনা (১৯) নামে এক ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি ওই গৃহবধূকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তেঁতুলিয়া থানা পুলিশ রবিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
রাসমিনা গোলাব্দিগছ চাউলখুরি গ্রামের আব্দুল কাশেমের স্ত্রী। ঘটনার পর ওই গৃহবধূর শশুড়বাড়ির লোকজন পলাতক রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বছরখানেক আগে কাশেমের সাথে বিয়ে হয় গণাগছ গ্রামের রাজ্জাক আলীর মেয়ে রাসমিনার। শনিবার রাতে স্থানীয়রা কোন সাড়াশব্দ না পেয়ে বাড়িতে গিয়ে দেখে রাসমিনা তার নিজ শয়ন কক্ষে ফাঁস লাগা অবস্থায় ঝুলছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।
নিহতের মামা সিদ্দিক জানান, ‘ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল রাসমিনা। এর আগে, বিভিন্নভাবে তার উপর নির্যাতন করা হতো। আমরা এই হত্যার বিচার চাই।’ তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত ) আবু সাঈদ জানান, লাশ ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক