বাগেরহাটের মোরেলগঞ্জে বজ্রপাতে বিমল মিস্ত্রি (৫৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে মোরেলগঞ্জে উপজেলার হোগলাপাশা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হোগলাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম নান্না এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমল তার বাড়ির পার্শ্ববর্তী এলাকায় গাছ কাটছিলেন। এসময় বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/শফিক