পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে ইয়াসিন প্যাদা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বালিয়াতলী ইউনিয়নের কোম্পানীপাড়া গ্রামে রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সে মো. কালাম প্যাদার ছেলে। বাড়ির সবার অগোচরে পুকুর পাড়ে খেলতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর এলাকার লোকজন পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক