নারায়ণগঞ্জের বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরী প্রেমিকাকে (১৪) ধর্ষণের চেষ্টাকালে স্থানীয় জনতা আকাশ (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। শনিবার রাতে বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় ওই ঘটনা ঘটে। এ ব্যাপারে কিশোরীর মা বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।
জানা গেছে, বন্দর থানার শান্তিনগর এলাকার রাজ্জাক মিয়ার ছেলে আকাশ একই এলাকার ১৪ বছরের এক কিশোরী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সূত্র ধরে গত ২৮ সেপ্টেম্বার সন্ধ্যায় আকাশ বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীর বাসায় গিয়ে তাকে ধর্ষণ করে। একইভাবে শনিবার রাতে আকাশ আবারও কিশোরীর বাসায় গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে স্থানীয় এলাকাবাসী ঘটনাটি টের পেয়ে আকাশকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করে।
পুলিশ কিশোরীকে উদ্ধার করে রবিবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা শেষে ওইদিন দুপুরে আদালতে প্রেরণ করে। ওই কিশোরী আদালতে দন্ডবিধি ২২ ধারায় জবানবন্দি প্রদান করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার