নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিবপুর এলাকায় বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যায় গোসল করতে নেমে বাল্কহেডের (বালুবাহী নৌযান) ধাক্কায় পানিতে ডুবে ইয়াছিন মিয়া (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের একদিন পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি অভিযান চালায়।
শনিবার বেলা সাড়ে ১২টায় ইয়াছিন মিয়া নিখোঁজ হয়। ইয়াছিন সিদ্ধিরগঞ্জের দক্ষিণ আজিপুরের শের আলীর ছেলে ও সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রবিবার সন্ধ্যা সোয়া ৬টায় প্রথম দিনের মতো তল্লাশি অভিযান শেষ করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১২টায় দক্ষিণ আজিবপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতরে চলমান বালুবাহী বাল্কহেডে উঠতে গিয়ে ধাক্কায় পানিতে ডুবে যায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ছাত্রের কোন সন্ধান পাওয়া যায়নি।
আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের নিখোঁজের একদিন পর খবর দেয়া হয়েছে। রবিবার বিকেল থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ঢাকার হেড কোয়ার্টার্স থেকে ডুবুরি দল এসে তল্লাশি অভিযান চালায়। কিন্তু নিখোঁজ ছাত্রের কোনও সন্ধান পাওয়া যায়নি। সোমবার আবারও তলাশি অভিযান চালানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক