ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এদিন, মহা অষ্টমীতে সকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংষদীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।
রবিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের সার্বজনীন পূজা মন্দিরের মণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে তিনি তার কর্মসূচি শুরু করেন। পরে তিনি একে একে সদর উপজেলার মাচ্চর, কানাইপুর কৃষ্ণপুর, চাদপুর, গেরদা, কৈজুরী, আলিয়াবাদসহ সদর উপজেলার সবকটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এছাড়া খন্দকার মোশাররফ হোসেন বোয়ালমারী উপজেলার ঐহিত্যবাহী সাতৈর বাজারের পূজা মণ্ডপও পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি প্রতিটি পূজা মণ্ডপে নিজ তহবিল থেকে আর্থিক সাহায্য ও শাড়ি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রাজ্জাক মাস্টার, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক বরকত ইবনে সালাম, যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাহবুব