বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশাল বিএম কলেজে মোমবাতি প্রজ্বলন এবং মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যাম্পাসের শহীদ মিনার বেদীতে মোমবাতি প্রজ্বলন করে সাধারণ শিক্ষার্থীরা। প্রথমে এক মিনিট নিরবতা পালন এবং পরে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে সভাপিতত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আশরাফী জাহান রিমি। একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি শম্পা দাস ও সাধারণ সম্পাদক রাহুল দাস, ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক সিফাত হিমেলসহ অন্যান্যরা। বক্তব্যে আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
পরে শহীদ মিনার চত্ত্বর থেকে মোমবাতি সহকারে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাধারন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার