নওগাঁ শহরের নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে জিহাদি বই ও ককটেলসহ ৬ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন আব্দুল মান্নান (২০), বরিউল মাহাবুব (১৯), আব্দুস সবুর (১৯), মহি উদ্দিন (১৯), আলমগীর হোসেন মিঠু (৩৫) ও মেহেদী হাসান (১৯)।
রবিবার বিকেলে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া।
তিনি আরও বলেন, রাতে নামাজগড় এলাকার একটি বাড়িতে অন্তত ৩০ জন শিবির নেতা-কর্মী মিটিং করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ৬টি ককটেল, ১৫টি সাউন্ড বোমা ও বেশ কিছু জিহাদি বইসহ ৬ শিবির কর্মীকে আটক করা হয়। এ সময় বাকি আরো কিছু শিবির কর্মী পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হবে বলেও জানান পুলিশ সুপার।
বিডি-প্রতিদিন/মাহবুব