শিরোনাম
২২ অক্টোবর, ২০১৯ ১৪:২৫

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

রাঙামাটিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ আয়োজনে শহরের পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সফি কামাল। এছাড়া রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. মাঈন উদ্দীন চৌধূরী  ও রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক এসএম সফি কামাল বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে চালকের সাথে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। সচেতনতা বৃদ্ধি করা গেলে সড়ক দুর্ঘটনা এড়িয়ে যাওয়া সম্ভব। এসময় তিনি সড়ক দুর্ঘটনা রোধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। 

বিডি-প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর