রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও ) ডা. এম এম আখিরুজ্জামান।
তিনি বলেন বলেন, রাত সাড়ে ১০ টার পরে দুর্ঘটনায় আরিফ, স্বাধীন ও শাওন নামে তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। আমাদের জরুরি বিভাগের চিকিৎসক আরিফ ও স্বাধীনকে মৃত ঘোষণা করেন। শাওনকে গুরুতর অবস্থায় ফরিদপুর প্রেরণ করা হয়।
জানা গেছে, রাতে পাংশা থেকে দুইটি মোটরসাইকেলে চার বন্ধু রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকায় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন আরিফ ও স্বাধীন মারা যায়। নিহত আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমলা গ্রামের বক্কর শেখের ছেলে, স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে। আহত শাওন (২২) মৈশালা পালপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলালুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন